আসসালামুআলাইকুম , আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন , আজকে যে বিষয়টি নিয়ে বলব তা হল অনেকেরেই Ubantu ইন্সটল করার পরে এই রকম একটা সমস্যায় পড়েন ,
এই বিষয়ে অনেক সমাধান রয়েছে বিভিন্ন জায়গায় , আমি নিজে এই সমস্যা যেভাবে সমাধান করেছিলাম তাই বলব
যেভাবে সমধান করেবেন ,
১।টার্মিনাল ওপেন করে নিন
২। টাইপ করুন
sudo blkid
আপনার যেই /dev/sda1 অথবা sda2 অথবা sda3 অথবা sda4 তে সমস্যা হয়েছে সেটার UUID কোথাও কপি করে রাখুন ।
৩। টার্মিনালে আবার টাইপ করুন
sudo gedit /etc/fstab
এইবার দেখুন আপনার /dev/sda1 অথবা sda2 অথবা sda3 অথবা sda4 যে UUID রয়েছিল সেটির সাথে এখানে যে UUID রয়েছে তার মিল নেই , তাই এখন যে কাজটি করতে হবে blkid থেকে কপি করে রাখা UUID টি /dev/sda1 অথবা sda2 অথবা sda3 অথবা sda4 যেটিতে মূলত সমস্যা ছিল সেখানে Replace করুন । তারপর save করুন ।
এইবার আপনার পিসি / ল্যাপটপ Restart করুন ।