![]() |
| Jumping On Air |
কোনো এক বিকেলে ক্যাম্পাস থেকে বের হয়ে ভাবলাম বাসায় যাবো ভালো লাগছেনা , শামীম ভাই বলে চলো ঘুরে আসি । আমি বললাম কোথায় ? শামীম ভাই বললেন চলো ভালো লাগবে , ঠিক আছে চলেন যাই এর মধ্যে হাজির আমার চাচ্চু আর ইউটিউবার কাদের ফয়সাল । খাগান বাজার থেকে পায়ে হেটে ১০ মিনিট পোঁছে গেলাম আশুলিয়া মডেল টাউনের সেই জায়গাটায় যেখানে সুবিশাল সবুজের খেলা, আকাশে মেঘ খেলা করছিলো সাথে আকাশের গর্জন । ভালোই লাগছিলো হাটতে (খালি পায়ে কিন্তু ঘাসে হাটার মজায় আলাদা ) । হঠাত কাদের ফয়সাল এবং আমার চাচ্চু (গালিব) , হাটা শুরু করলো অন্য পথে আমি ডাক দিয়ে জিজ্ঞাস করলাম অয় কই যাস তোরা , উত্তরে বললো মাছ ধরতে । আমার প্রশ্ন ,এখানে মাছ আবার কোথায় ? কাদের ফয়সাল বলে হাত দিয়ে মাছ ধরবে , ঠিক আছে চল যাই । প্রথমেই ঘটলো বিপত্তি ফয়সাল লাফিয়ে উঠলো , চাচ্চু ফয়সালের মাথায় এক ঘা দিয়ে অয় লাফাস ক্যান , জোক , কোথায় ? কোথায় ? সত্যি দেখি জোক ,আর কে কোথায় যায় । পথ পরিবর্তব করে অন্য পথে হাটা । গিয়ে পোছালাম একটা গাছের সামনে , পালা দিয়ে সবাই গাছে উঠলাম । ফয়লাল উঠতে গিয়ে তার ব্যাগ হাতছারা হয়ে ধপাস করে পানির উপরে গিয়ে পড়ল । তাড়াতাড়ি গাছ থেকে নেমে ব্যাগ তুললাম পানি থেকে ,ততক্ষনে ব্যাগের সব কিছু ভিজে গিয়েছে । ওদিকে শামীম ভাই ভয়ে ছিলো গাছের উপরে , চাচ্চুর ওজনে গাছ কাপছিলো থর থর । অবশেষে কয়েটা ছবি তুলে হাটা দিলাম খাগান বাজারের পথে । ক্যাম্পসের গাড়িতে করে মিরপুর চলে আসলাম ।আশুলিয়া মডেল টাউনে একদিন
আবার কবে হবে এইভাবে আড্ডা জানি না ।

No comments:
Post a Comment